প্রতিটি মেয়ের বুকের মাঝে লালিত স্বপ্নগুলোর মাঝে অন্যতম একটি স্বপ্ন হচ্ছে মা হওয়া। সুস্থ্য স্বাভাবিক মাতৃত্ব আমাদের সবার কাম্য। তবে কিছু কিছু ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত কিছু জটিলতা দেখা দেয় যা, মা এবং শিশু উভয়কেই ঝুকির মধ্যে ফেলে দেয়। তাই গর্ভাবস্থায় মায়ের ঝুকি ও জটিলতা দুইটাই পরীক্ষা করা উচিৎ। ঝুকিপুর্ন মায়েদের কিছু বৈশিষ্ট্য থাকে সেগুলো...
১) অল্প বয়সি মা( ১৮ বছরের কম বয়সি)
২) বেশি বয়স্ক মা (৩৫ বছরের বেশি বয়সি)
৩) উচ্চতা ১৫০ সেন্টিমিটারের কম
৪) অতিরিক্ত বেশি ওজন
৫) অতিরিক্ত কম ওজন
৬) অপুষ্টির শিকার
৭) গর্ভাবস্থায় মোট ৭ কেজির কম ওজন বৃদ্ধি
৮) ঘন ঘন সন্তান প্রসব
৯) মৃত সন্তানের জন্মদান বা গর্ভপাত বা প্রসবজনিত জটিলতার পারিবারিক ইতিহাস যদি থাকে।
১০) বিবাহের অনেক পরে গর্ভধারণ করা
১১) টক্সিমিয়া
১২) প্রত্যন্ত অঞ্চলে বা বস্তিতে বসবাসকারী
১৩) রক্তস্বল্পতা
১৪) ডায়াবেটিস
১৫) হাইপো বা হাইপার থাইরয়েডিজম
ঝুকিপুর্ন মায়েদের সন্তানও ঝুকির মধ্যে থাকে, যেমন মৃত সন্তানের জন্ম, সময়ের আগের প্রসব, কম ওজনের সন্তান প্রসব, অপুষ্টির শিকার বাচ্চা প্রসব বা রোগাক্রান্ত বাচ্চা প্রসবের ঝুকি ওনেক বেশি থাকে। ঝুকিপুর্ন মায়েদের ৫% এর মধ্যে প্রকট ঝুকি থাকে এবং ২৫% এর মধ্যে মাঝারী ধরনের ঝুকি থাকতে দেখা যায়। তাই সুস্থ, স্বাভাবিক, সবল, পুষ্ট এবং রোগমুক্ত শিশুর জন্মের নিশ্চয়তা করতে সবার আগে মায়ের ঝুকি নির্ধারণ করুন। মা যদি কোন ঝুকির মধ্যে থাকে সেটা থেকে তাকে মুক্ত করুন। সুস্থ সবল এবং মেধাবি জাতি গড়তে সহায়তা করুন। সুস্থ থাকুন ভাল থাকুন।
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/Nutritionist.Iqbal
লেখক
পুষ্টিবিদ মোঃ ইকবাল হোসেন
বিএসসি (সম্মান), এমএসসি (প্রথম শ্রেণী)
(ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি)
পুষ্টি কর্মকর্তা
চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল
জাকির হোসেন রোড, খুলশি।
চট্টগ্রাম।
চেম্বারঃ
সার্জিস্কোপ হাসপাতাল, ইউনিট-২, কাতালগঞ্জ, চট্টগ্রাম।
প্রতিদিন সন্ধ্যা ৫ঃ৩০-৮ঃ০০ টা
চেম্বারঃ
হাটহাজারী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, হাটহাজারী, চট্টগ্রাম।
প্রতি বুধবার বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত।
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/Nutritionist.Iqbal