পাইলস হচ্ছে প্রাগৈতিহাসিক কালের একটা রোগ। যুগ যুগ ধরে মানুষের মধ্যে এই রোগটি চলে আসছে। এই রোগটির ইতিহাস নিয়ে অনেক রকম গল্প প্রচলিত আছে। তার মধ্যে বহুল প্রচলিত কাহিনীটা এখানে বলা হল।
মধ্যযুগীয় সময়ে ধারনা করা হতো পাইলস শুরু হয়েছিল St Fiacre s অভিশাপ থেকে। St Fiacre s ছিল গির্জার একজন বাগান পরিচর্যাকারী। তার একদিন মনে আমি সারাজীবন মালীর কাজ করব। অথচ আমার নিজের কোন সম্পত্তি নাই। তাই সে দেবতার কাছে প্রার্থনা করলো আমি সারাজীবন কাজ করব অথচ আমার কেন সম্পত্তি থাকবে না কেন? তখন দেবতা বিশপ বলল ঠিক আছে তোমাকে জমি দেয়া হবে। তবে একটা শর্ত আছে। আর শর্তটা হচ্ছে তুমি একদিনে সূর্য উঠার পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যতটুকু জমি চাছ করতে পারবে ততটুকু জমি তোমার।
তো পরদিন St Fiacre s একদম ভোর বেলা থেকে কাজ শুরু করলো। সারাদিন কাজ করলো সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। সে বেশি জমির লোভে নাওয়া খাওয়া বাদ দিয়ে সারাদিন কাজ করলো। এমনকি পানিও খায়নি। ফলশ্রুতিতে শুরু হল কোষ্ঠকাঠিন্য । পায়খানার রাস্তা বের হয়ে গেল (prolapsed haemorrhoids), রক্তপাত শুরু হল, আর সঙ্গে অনেক ব্যথা। সে জমি পেল ঠিকই কিন্তু জীবন হয়ে গেল দুর্বিষহ। আর তার মনের মধ্যে ধারনা হল যে সে তার লোভের জন্য অভিশপ্ত হয়েছে।
তাই সে প্রায়শ্চিত্ত করার জন্য দেবতার কাছে প্রার্থনা শুরু করলো। সে একটা পাহাড়ের উপর উঠে একটা পাথরের উপর বসলো আর ধ্যান মগ্ন হল। অনেকদিন প্রার্থনার পর দেবতার মন তুষ্ট হল আর সে অভিশাপ মুক্ত হল। আর তার পাইলস মুক্ত হল। সে আবার পুনরায় সুস্থ জীবন যাপন শুরু করলো।
আমরা যদি সেই অভিশাপের কথা চিন্তা করি তাহলে এখনো দেখতে পাবো পাইলসের একটি প্রধান কারন হল কোষ্ঠকাঠিন্য, পানি কম খাওয়া , আঁশ যুক্ত খাবার কম খাওয়া। তাই পাইলস থেকে মুক্ত থাকতে চাইলে আমাদেরকে নিয়ম মানতে হবে। পায়খানা নরম রাখতে হবে। কারণ সুস্থতা হচ্ছে সৃষ্টি কর্তার সবচেয়ে বড় নিয়ামত। আর সুস্থতা হচ্ছে ইহজগতের সবচেয়ে বড় সম্পদ।
ধন্যবাদ
Colorectal Care Dr. Md Ashek Mahmud Ferdaus
FCPS(surgery) FISCP(India) Ms(Colorectal Surgery) Bangabandhu Sheikh Mujib Medical Univarsity
Chamber: নেক্সাস হাসপাতাল-ঢাকা রোড - ময়মনসিংহ
Contact:01796586561