সাধারণত জীবনযাপনের ধরনের কারণে মলদ্বার দিয়ে রক্ত যাওয়ার সমস্যা বেশি হয়। সব বয়সের মানুষেরই এ সমস্যা হতে পারে।
এই কিছুক্ষণ আগে, এক পুরুষ রোগী দেখলাম, বয়স ৪২, তার সমস্যা ছিলো :
- পায়খানার সাথে রক্ত যায়,
- কখনো শক্ত আবার কখনো নরম আবার মাঝে মাঝে আমাশয় এর মতন হয়
গত ৬ মাস ধরে পাইলস এর মেডিসিন খাচ্ছেন,
কোন সার্জারি বিশেষজ্ঞ দেখাননি ?
আমার কাছে আসার পর আমি তারমলদ্বার পরিক্ষা করি, যাকে বলে 'ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন আর প্রক্টোসকপি (DRE with Proctoscopy) ,,, ভাগ্য খারাপ, রোগের ইতিহাস শুনে যা ভয় পাচ্ছিলাম তাই হলো :
মলদ্বারে ক্যান্সার(Rectal Cancer)
এবার আসুন ' আমাদের ভুল কোথায় হচ্ছে ' ?
মলদ্বার এ রক্ত যাওয়া মানেই পাইলস,,, এটা ১০০% ভুলধারনা,তাহলে আসুন জেনে নেই আর কি কি কারনে রক্ত যায়(সবচেয়ে কমন যে কারন তা হচ্ছে)
- পাইলস
- ফিসার ,
- ক্যান্সার
- ডা: না দেখিয়ে আন্দাজি মেডিসিন খাওয়া
- সঠিক ডা: সিলেক্ট করতে না পারা, এবং শেষ ধাপে এই ক্যান্সার ধরা পড়া।
এখানে কেন বলছি 'সঠিক ডা: সিলেকশন ' কারন এখন আমি যা বলছি একটু মনোযোগ দিয়ে পড়ুন :-
- শুধুমাত্র একজন সার্জারি বিশেষজ্ঞ বা কোলরেক্টাল সার্জারি যারা করেন, তারাই - আপনার মলদ্বার পরিক্ষা করবে এবং প্রক্টোস্কপি করবে, যার মাধ্যমে মলদ্বারের ক্যান্সার ধরা পরবেই।কোন মেডিসিন বিশেষজ্ঞ, আপনার মলদ্বার পরিক্ষা বা প্রক্টোস্কপি করবে না বা তাদের কাছে এই ডিভাইস নেই।
তাহলে আমরা কি করবো ?
মনে রাখতে হবে
- মলের সঙ্গে তাজা রক্ত বেশির ভাগ ক্ষেত্রেই পাইলসের লক্ষণ।
- রক্তের রং পরিবর্তিত হয়ে গেলে, কালচে, আমযুক্ত রক্ত, সঙ্গে পেটে মোচড় দিয়ে পায়খানা ক্যানসারের লক্ষণ হওয়ার আশঙ্কা বেশি।
- এ সমস্যার জন্য নিজে নিজেই অ্যান্টিবায়োটিক সেবন করবেন না।
- একজন সার্জারি বিশেষজ্ঞ বা কোলরেক্টাল সার্জারি যারা করেন, এরকম একজন বিশেষজ্ঞ দেখাব,
এই রকম রোগ হলে,,,কোন মেডিসিন ডা:, হোমিওপ্যাথি বা কবিরাজ দেখাব না। মনে রাখবেন, মলদ্বার এর যতরোগ তা 'মলদ্বার পরিক্ষা বা প্রক্টোস্কপি না করে বলা যাবে না '
ডাঃ মোঃ মাজেদুল ইসলাম
এমবিবিএস, এফসিপিএস (সার্জারি)
জেনারেল, কোলোরেক্টাল এবং ল্যাপারোস্কোপিক সার্জন।
সহকারী অধ্যাপক ,মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল, মানিকগঞ্জ।
চেম্বার:
ডেলটা কেয়ার হাসপাতাল লি.
মিরপুর কেন্দ্রীয় মসজিদ কমপ্লেক্স, মিরপুর ১১
সিরিয়ালের জন্য : 02-58055111-15, 01407-075714,০১৭১২১২৭৫৭৩
(মঙ্গলবার থেকে শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকা থেকে ১০ ঘটিকা )
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/emonsurgeon