এইসব রোগীর জিহবার দিকে লক্ষ্য করলে দেখা যায়---
- জিহবা একদম মসৃণ,চকচকে।আবার একটু ফেটে গিয়েছে মনে হয়।স্বাভাবিকভাবে আমাদের জিহবা মসৃণ না
- তাছাড়া ঠোঁটের দুই কোনায় ঘা।
- রোগীর নখ অনেকটা বেঁকে গিয়েছে।
এসবই তীব্র রক্তশুন্যতার লক্ষন। তাছাড়া আরো কিছু লক্ষন আছে।
লক্ষনঃ
1. অবসন্নতা
2. শারীরিক দূর্বলতা
3. ফ্যাকাশে চামড়া
4. ইরেগুলার হার্টবিট
5. শ্বাসকষ্ট
6. মাথা ঝিমঝিম করা
7. মাথা হালকা হয়ে যাচ্ছে এমন অনুভূতি হওয়া
8. বুক ব্যথা
9. হাত পা ঠান্ডা হওয়ার মত অনুভূতি হওয়া
10. মাথা ব্যথা
কেন হয়??
* শরীরে পর্যাপ্ত পরিমানে লোহিত রক্তকনিকা তৈরি না হলে
* অতিরিক্ত রক্তক্ষরণ
* কোন রোগের কারনে শরীরে লোহিত রক্তকনিকা ভেংগে গেলে
* হজমজনিত সমস্যা
* মেয়েদের মাসিকের সমস্যা
* গর্ভকালীন অবস্থায়
* ক্যান্সার বা কিডনির রোগ
রক্তশুন্যতা নিজে শুধু একটি রোগ না বরং অন্য কোন রোগের কারনেও হতে পারে।আপনার মধ্যে এমন কোন লক্ষন থাকলে চিকিৎসকের শরনাপন্ন হোন।
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/DrMuhid
লেখক
ডা. মুহম্মদ মুহিদুল ইসলাম
সায়েন্টিফিক অফিসার
বিআইএইচএস হসপিটাল কোভিড-১৯ ল্যাব, ঢাকা
অনলাইন কনসালট্যান্ট ,বায়োমেড ডায়াগনস্টিক এন্ড রিসার্চ ল্যাবরেটরি
চিকিৎসা পরামর্শ নিতে এপয়েন্টমেন্ট নিন:
০১৬৮১২৫৬৩৩১
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/DrMuhid