- বুকে ব্যথা বা চিনচিন বা ধড়ফড়
বুকের বামদিকে ব্যথা চিনচিন প্রভৃতি অনুভুতি হার্টের রোগের লক্ষণ। সাধারণত কয়েক মিনিট ধরে ব্যথা হতে পারে। এরকম লক্ষণ থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেয়া উচিত।
- নিশ্বাস বন্ধ হয়ে আসা বা বুকের উপর চাপ অনুভব করা
এরকম অনুভুতি হার্টের রোগের লক্ষণ হতে পারে।
- বমি বমি ভাব বা বমি করা
বমি অন্য কারণেও হতে পারে। তবে মাঝে মাঝে এরকম বমি বমি ভাব হার্টের রোগের লক্ষণ হতে পারে । বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে।
- অনিদ্রা বা ঘুমের সমস্যা
ঘুম না আসা অনেক কারণে হতে পারে। তবে তা হার্টের রোগের কারণে কিনা তা যাচাই করা উচিত।
- হাত পা ফোলা বা অবশ হওয়া
রক্ত সঞ্চালনের সমস্যা প্রভৃতি কারণে হাত-পা বা চোখের চারপাশ ফুলে যাওয়া এসব ক্ষেত্রে হার্ট এর সমস্যা জনিত কারণে এসব হতে পারে। তাই এসব ক্ষেত্রে অতি সত্ত্বর ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত।
- মাথা ঘোরা
মথা ঘোরা বা মাথায় ফাকা ফাকা অনুভব বা শরীর দুলতে থাকা এরকম অনুভুতি হার্টের রোগের লক্ষণ হতে পারে।
- খুব সহজেই ক্লান্ত হয়ে পরা
অল্পেই ক্লান্ত হওয়া বা দুর্বল হয়ে পড়া হার্টের দুর্বলতার কারণ হতে পারে।
- অনিয়মিত হার্টবিট
অনিয়মিত হার্টবিট যাদের আছে তারা অবশ্যই ডাক্তার এর শরণাপন্ন হবেন। সাথে হার্টের জন্য ক্ষতিকর খাবারগুলো এড়িয়ে যেতে হবে এবং হার্টের জন্য উপকারী খাবারগুলো গ্রহন করতে হবে। সুস্থ থাকুন। ধন্যবাদ।
রয়াল বাংলা ডেস্ক |
হার্টের রোগ বা হার্ট এটাকের লক্ষণগুলো |
বুকে ব্যথা |
- royalbangla.com এ আপনার লেখা বা মতামত বা পরামর্শ পাঠাতে পারেন এই এ্যড্রেসে [email protected]
পরবর্তী পোস্ট |
শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন জরুরি |