- টমেটো
টমেটোতে আছে lycopene ও carotenoid যা ক্যান্সার প্রতিরোধ করে। এক্ষেত্রে টমেটো রান্ন করে খেলে তা অধিক কার্যকর। কিন্তু মনে রাখবেন বাজারের প্যাকেটজাত টমেটো সস কিন্তু নয় বরং টমেটো সস নানা জটিলতা তৈরি করে।
- গাঢ় সবুজ শাক-সবজি
গাঢ় সবুজ শাক-সবজি ইংরেজীতে যাকে ডার্ক গ্রিন লিফি ভেজেটেবল বা ক্রসিফেরা ধরনের ভেজিটেবল বলা হয়। ক্যান্সার ফাইট করা শুধু নয় সুস্থভাবে বাঁচার জন্য গাঢ় সবুজ শাক-সবজি খাওয়ার অভ্যাস করার কোন বিকল্প নেই।
- ব্রকলি
ব্রকলিকে আলাদাভাবে উল্লেখ করার কারণ হলো প্রায় সব স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইটেই একে ক্যান্সার ফাইটিং ভেজি হিসেবে চিহ্নিত করা হয়েছে। কারণ এটি মূলত ফ্ল্যাভনয়েড সমৃদ্ধ। এটি কিন্তু সেদ্ধ করে খাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
- সবুজ চা
সবুজ চা বা গ্রিন টি অবশ্য এর গুনেই জনপ্রিয় হয়েছে। এতে আছে এন্টি-অক্সিডেন্ট যা কোলন লিভার ব্রেস্ট ও প্রস্টেট ক্যান্সার প্রতিরোধে কাজ করে। - শিম বীজ বা এ ধরনের বীজ
এগুলো মুলত কোলন ও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধক উপাদানের জন্য পরিচিত। এতে আছে fatty acid butyrate যার বেশী মাত্রায় থাকায় এটি ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে।
- স্ট্রবেরী বা ব্লবেরী বা বেরি বা জাম জাতীয়
স্ট্রবেরী বা ব্লবেরী বা বেরি বা জাম জাতীয় ফলে আছে ক্যান্সার প্রতিরোধক ফাইটোনিট্রিয়েন্ট । এগুলো ত্বকের মুখের ও কোলন ক্যান্সারে বেশী কাজ করে।
- মাশরুম
মাশরুমে পলিফেনল ও সেলেনিয়াম নামের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।নিয়মিত মাশরুম খেলে ব্রেস্ট ক্যান্সার ও প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকি কম থাকে। মাশরুমের ফাইটোকেমিক্যাল টিউমারের বৃদ্ধিতে বাঁধার সৃষ্টি করে
- হলুদ ও রসুন
হলুদ ও রসুন দুইটাই আমাদের বাঙালি খাবারে বাধ্যতামূলক উপাদান। সবচেয়ে আনন্দের ব্যাপার যে এদুটিই ক্যান্সার ফাইটিং খাবার হিসেবে স্বীকৃত।
রয়াল বাংলা ডেস্ক |
জেনে নিন কোন খাবারগুলো ক্যান্সার প্রতিরোধে সহায়ক |
স্বাস্থ্য |
- royalbangla.com এ আপনার লেখা বা মতামত বা পরামর্শ পাঠাতে পারেন এই এ্যড্রেসে [email protected]
পরবর্তী পোস্ট |
ইউরিন ইনফেকশন: কারণ ও প্রতিরোধের উপায় |