-
সারা শরীরে জন্মগত যেসব তিল হয়, মুখে হয় তার ১৫ ভাগ মাত্র। এটা মুখের সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করে। মুখের তিল হলো গুচ্ছ খানেক মেলানোসাইটের এবনরমাল কালেকশন। যদিও এটা বিনাইন টিউমার। কিন্তু মাঝে মাঝে এই তিল থেকেই হয়ে যেতে ক্যান্সার। বলা হয়ে থাকে যে মুখে তিলে সর্বোচ্চ ৪২% ক্ষেত্রে ক্যান্সার হতে পারে।
সুতরাং বুঝা যাচ্ছে এটা শুধু রূপ না , বিপদ সংকেতও বটে। যখন মুখের কোনো তিল হঠাত করেই কালার চেঞ্জ হয়ে যাবে- বিশেষ করে ব্রাউন কালার হয়ে যাবে অথবা দ্রুত সাইজ বেড়ে গেলে ধরে নিতে হবে কোনো খারাপ কিছু হাতছানি দিচ্ছে। যদি খ্রাপ কিছু হয় সেটা হবে ম্যালিগন্যান্ট মেলানোমা নামক ক্যান্সার । যেটা খুব তাড়াতাড়ি মেটাস্ট্যাসিস হয়ে যায়।
সারা পৃথিবী তে প্রতি ঘন্টায় ১ জন মারা যায় এই মেলানোমায়। ৯০ ভাগ মেলানোমার রোগীর আল্ট্রাভায়োলেট রে এর সংস্পর্শে আসার হিস্ট্রি থাকে। ২০ থেকে ২৯ বছর বয়সী মানুষের সবচেয়ে কমন ক্যান্সার এটা।
তাই সময় থাকতে সাবধান। ১৯৭০ সালের চেয়ে ২০১০ সালে এই ৪০ বছরে এটার প্রিভালেন্স বেড়েছে ৫ গুন। খ্রাপ কিছু হবার আগেই কেটে ফেলুন।
ধন্যবাদ
ডাঃ সাঈদ সুজন
MBBS (MMC 42), BCS (Health) , MS course at BSMMU
ডাঃ সাঈদ সুজন |
আপনার মুখের তিল সৌন্দর্য না বিপদ ? |
সৌন্দর্য |
- royalbangla.com এ আপনার লেখা বা মতামত বা পরামর্শ পাঠাতে পারেন এই এ্যড্রেসে [email protected]
পরবর্তী পোস্ট |
শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন জরুরি |