শিশুদের জন্য সেন্সরি থেরাপি খুব গুরুত্বপূর্ন!! অনেকেই মনে করে সেন্সরি থেরাপি খুব দামি কোন থেরাপি। না আপনি আপনার প্রতিদিনের কাজেই শিশুকে এই সেন্সরি থেরাপি দিতে পারেন। শিশু বিশেষ শিশু হলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন অকুপেশনাল থেরাপিস্ট এর পরামর্শ নিয়ে কাজ গুলো বাসায়, পরিবেশে থাকা উপকরন দিয়ে করাতে পারেন। আবার থেরাপির কিছু পার্ট আছে যা কেবলমাত্র এক্সপার্ট হ্যান্ড ই করাতে পারবেন! মানে যিনি থেরাপিস্ট! তাই নিজে নিজে না জেনে কিছু করাবেন না।
আর আপনার সন্তানকে ছোট বেলা থেকেই একটা সেন্সরি পরিবেশ দেয়ার ট্রাই করবেন! ঘাসে পা দিয়ে হাটানো, বালুতে খেলা করা, কাদা ধরা, পানি দিয়ে খেলা, বিভিন্ন কালারফুল খেলনা দেয়া। বিভিন্ন পরিবেশে নেয়া।বিদেশে দেখেছি বাচ্চা দের কে রোদে এভাবে বীচে ছেড়ে দেয়! আমাদের দেশের বাবা মা হলে 'এই ছি নাহ ইস ময়লা!!' এই ধরনের কথা বলতো!অথচ দেখুন ভিডিও তে শিশুর একি সাথে দেখা, শোনা, স্পর্শ এই তিন সেন্সরি অর্গান কিন্তু স্টিমুলেশন পাচ্ছে! এই ছোট্ট একটা স্টেপ থেকে!
আবার বিদেশে অনেক নরমাল স্কুলেই একদিন এই সেন্সরি আইটেম গুলা দিয়ে খেলতে দেয়া হয় সব বাচ্চাকে নিয়ে একসাথে! আনন্দের সাথে শেখানো হয় পড়া! আর আমাদের কিছু স্কুল বাদে বেশিরভাগ স্কুল ই ক্লাসরুম আর ওই বোর্ড মার্কারেই সীমাবদ্ধ!
আবার কিছু কিছু সময় অভিভাবক ছোট বাচ্চাদের কে নিয়ে ঘুরতে ভয় পায়! অনেক কে আমি পরামর্শ দেই তখন বলে আগে বাচ্চা বড় হোক ৩/৪ বছর হোক তারপর ঘুরে বেড়াবো! শিশুর বয়স যত ছোট হবে তখন থেকেই তাকে পরিবেশ চিনান! বাইরে নেন। কত শত সেন্সরি উপকরন বাইরে! বাইরে নেয়া মানে কক্সবাজার ই যেতে হবে তা না! আপনি বেবি কে নিয়ে সুপার শপ যেতে পারেন! বাচ্চার বয়স যখন ২-৪ বছর এই সময় ই সে সবচেয়ে বেশি শিখে, দেখে শিখে, অনুকরণ করে! তাই এই সময় টাতেই বাচ্চাকে নিয়ে যত মুভ অন করবেন তত শিশু শিখবে! জানবে! বুঝবে! আর এভাবেই শিশু পরিবেশ থেকে নিজের বিকাশ মূলক দক্ষতা কে এগিয়ে নিবে!
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/নিউট্রিশনিস্ট-সুমাইয়া-সিরাজী-102934114426153
লেখক
নিউট্রিশনিস্ট সুমাইয়া সিরাজী
Bsc (Hon's) Msc (food & Nutrition)
CND (BIRDEM), CCND (BADN)
Trained on Special Child Nutrition
Consultant Dietitian (Ex)
Samorita Hospital
Mobile:
01750-765578,017678-377442
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/নিউট্রিশনিস্ট-সুমাইয়া-সিরাজী-102934114426153