একজন Toddler কে বিজি রাখা সবচেয়ে কঠিন কাজ! খেলনা ত কয়েক হাজার আছেই কিন্ত তাদের মনোযোগ নতুন নতুন জিনিসের দিকে! কারন এই বয়স টা এক্সপ্লোর করার! যত বেশি নতুন জিনিস দেখবে আর ধরবে তত বেশি শিখবে!
প্রতি মাসেই খেলনার পিছনে বেশ টাকা খরচ করতে হয়! তারপর সেই খেলনা দিয়ে বেশিদিন খেলার আগ্রহ ও থাকে না। তাই ঘরের প্রতিদিনের জিনিস দিয়ে আমি ব্যস্ত রাখি। যেমন : সবজির উপরের অংশ পিলার দিয়ে ছিলার পরে রেখে দেই। এতে করে সে ১০ মিনিট থেকে ২০ মিনিট এটা নিয়ে বিজি হয়ে যায়। এই ফাকে আমি কিছু জরুরী কাজ সেরে ফেলি!
এই রকম আরো কিছু কম দামী জিনিস আমি রেডি রাখি। যা দিয়ে তাকে কিছুক্ষণ বিজি রাখা যায়। যেহেতু আমি ৩/৪ বছরের আগে তাকে স্ক্রিন টাইম দিবো না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম।
আপনি আপনার Toddler কে অনেক কিছু দিয়েই বিজি রাখতে পারেন আপনি কি দিয়ে বিজি রাখবেন সেই উপকরন টা কি হবে সেটা নির্ভর করে আপনার বাচ্চার পছন্দ অনুযায়ী! সে কি পছন্দ করে। তবে খেয়াল রাখতে হবে তার খেলনা যেনো বিপদজনক কিছু না হয়। যা সে মুখে দিলে দূর্যঘটনা ঘটতে পারে!
আমি প্রায় ১ বছর থেকে আমার বাচ্চা কে ট্রেইন আপ করার চেষ্টা করেছি যে সব কিছু মুখে দেয় যায় না। অনেক ভাবে অনেক কৌশল খাটিয়ে এই কাজ গুলো প্রতিদিন করাতে সে বুঝে যে সব জিনিস মুখে দেয়া যাবে না। তবে তার মানে এই না যে সে দিবে না, আমাকে সব সময় সতর্ক থাকতে হয়।
তাই আমি তাকে যাই দেই না কেনো খেলতে সে আমার পাশে থাকে,আমার অবজারভেশন এ থাকে।
আমি যেহেতু শিশুদের বিকাশ নিয়ে অনেকদিন কাজ করেছি সেক্ষেত্রে আমি সব সময় সাবধান থাকি বাচ্চার বিকাশমূলক দক্ষতা ঠিকঠাক আছে কিনা সেটা নিয়ে। । আমি সঠিক পথে আছি কিনা, আমার ভুল হচ্ছে কিনা সেটাও আমি যাচাই করি। মানুষ ভুলের উর্ধে নয়। এই মানসিকতা থাকলে শেখার পরিধি আরো বাড়ে! আপনার অর্জিত জ্ঞান আপনার কতটুকু কাজে লেগেছে সেটার একটা মাপকাঠি হচ্ছে ' আপনার অহংকার ' সত্যিকারের জ্ঞানী মানুষ অবশ্যই অহংকারী নন!
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/নিউট্রিশনিস্ট-সুমাইয়া-সিরাজী-102934114426153
লেখক
নিউট্রিশনিস্ট সুমাইয়া সিরাজী
Bsc (Hon's) Msc (food & Nutrition)
CND (BIRDEM), CCND (BADN)
Trained on Special Child Nutrition
Consultant Dietitian (Ex)
Samorita Hospital
Mobile:
01750-765578,017678-377442
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/নিউট্রিশনিস্ট-সুমাইয়া-সিরাজী-102934114426153