ব্রেস্ট লিফট মানে হল ঝুলে যাওয়া স্তন টাইট ও টানটান করা। বয়স বাড়ার সাথে সাথে বা সন্তান জন্মদানের পর বা ওজন কমানোর পর অনেকের স্তন ঝুলে যায় নিপল এরিওলা বড় হয়ে নিচে নেমে যায়। তখন তিনি এটা নিয়ে তিনি খুব হীনমন্যতায় ভোগেন। এটার একটা সঠিক সমাধান খুজেন। অনেক সময় অনেক সাবান, ক্রিম, মলম ব্যাবহার করেন স্তন টাইট করার জন্য কিন্তু এতে কোন ফল ই পাননা।
ঝুলে যাওয়া স্তন টাইট করার জন্য সবচেয়ে জনপ্রিয় ও কার্যকর উপায় হল ব্রেস্ট লিফট সার্জারি।
এতে কোন প্রকার ব্রেস্ট টিসু না কেটে শুধু বিশেষ মাপঝোকের মাধ্যমে ব্রেস্ট টিসু ম্যানিপুলেশন করে এবং অতিরিক্ত চামড়া অপসারণের মাধ্যমে এই অপারেশন করা হয়। এতে স্তনের শেইপ ও সাইজ সুন্দর হয়।
এছাড়াও ফিলার থ্রেড বা নিজের শরীরের চর্বির মাধ্যমে স্তন টাইট করা যায় ।
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/dr.iqbalahmed
লেখক
ডাঃ ইকবাল আহমেদ
প্লাস্টিক ও এস্থেটিক সার্জন
সহকারী অধ্যাপক,
বার্ণ ও প্লাস্টিক সার্জারি বিভাগ,ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
চেম্বার :
বাংলাদেশ কসমেটিক সার্জারি , বাড়ি ৮, রোড
১৪, ধানমণ্ডি (সোবহানবাগ মসজিদের গলিতে), ঢাকা।
এপয়েন্টমেন্ট
০১৭৬৬৯৩৫২৫৪,০১৩১৪০৯৯৯২২
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/dr.iqbalahmed