লাইপোসাকশন হলো পুরুষের বড় স্তনের সর্বাধুনিক চিকিৎসা।
লাইপোসাকশন এমন একটি পদ্ধতি যাতে না কেটে শুধু ফুটো করে একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে স্তন বৃদ্ধিকারক চর্বি বের করে দেয়া হয় এবং এরিওলার নিচে ছোট একটু কাটা দিয়ে গ্ল্যান্ড বের করে দেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রেই স্থানীয় ভাবে অবশ করে করা যায় তাই হাসপাতালে থাকতে হয় না। অপারেশনের পর পর ই বাড়ি চলে যেতে পারেন।২/৩ দিন পর থেকে ভারী কাজ ছাড়া সবধরনের সাধারণ কাজ করতে পারবেন। ভারী কাজ ,এক্সারসাইজ করতে পারবেন ৩/৪ সপ্তাহ পর থেকে।
লেখক
ডা ইকবাল আহমেদ
স্পেশালিষ্ট প্লাস্টিক এন্ড এস্থেটিক সার্জন
সহকারী অধ্যাপক , বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগ।
চীফ কনসালট্যান্ট, বাংলাদেশ কসমেটিক সার্জারি
বাংলাদেশ কসমেটিক সার্জারি
বাড়ি ৮, রোড ১৪, সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা
চেম্বার :
বাংলাদেশ কসমেটিক সার্জারি , বাড়ি ৮, রোড
১৪, ধানমণ্ডি (সোবহানবাগ মসজিদের গলিতে), ঢাকা।
এপয়েন্টমেন্টঃ01766935254,01314099922