যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলে প্রতি তিনজন নারীর মধ্যে একজন ব্রেস্ট এর কসমেটিক সার্জারি করে থাকেন।আমাদের দেশে সঠিক পরিসংখ্যান না থাকলে ও ব্রেস্ট এর সৌন্দর্য বর্ধক সার্জারি করে থাকেন এমন নারীরর সংখ্য উল্লেখ্যযোগ্য পরিমান বেড়েছে।দেশে প্লাস্টিক ও কসমেটিক সার্জন তৈরি হওয়ায় বিদেশগামীতা কমে গেছে অনেক।
প্রয়োজন অনুযায়ী ব্রেস্ট এর যে কয় ধরনের কসমেটিক সার্জারি করা হয়ে থাকে -
১)Reduction mammoplasty/বড় ব্রেস্ট ছোট করন: অনেকের ব্রেস্ট আকারে অনেক বড় যা সৌন্দর্য হানী করণ ছাড়া ও শারিরিক সমস্যা তৈরি করে যেমন অতিরিক্ত ওজনের জন্য চলাফেরার সমস্যা এবং অবসাদ,কাংখিত মাপের কাপর পরিধানে অক্ষমতা,ব্রেস্ট এর নীচে চর্মরোগ ইত্যাদি।
২)Augmentation mammoplasty/ছোট ব্রেস্ট বড় করণঃ প্রয়োজনীয় মাপের ইমপ্লাণ্ট ব্যাবহার করে প্রত্যাশিত সাইজ এবং প্রজেকশন পাওয়া যায়।
৩) Breast lift/ঝুলে যাওয়া ব্রেস্ট টাইট করণ : কোন প্রকার ব্রেস্ট টিসু না কেটে শুধু বিশেষ মাপঝোকের মাধ্যমে ব্রেস্ট টিসু ম্যানিপুলেশন করে এবং অতিরিক্ত চামড়া অপসারণের মাধ্যমে এই অপারেশন করা হয়।
৪)ক্যান্সার ব্রেস্ট অপসারনের পর রোগীরর সন্তুষ্টিরর জন্য ব্রেস্ট তৈরি করা হয়।
৫) দুই স্তনের মাঝে অসমতা থাকলে তা ঠিক করতে
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/dr.iqbalahmed
লেখক
ডাঃ ইকবাল আহমেদ
প্লাস্টিক ও এস্থেটিক সার্জন
সহকারী অধ্যাপক,
বার্ণ ও প্লাস্টিক সার্জারি বিভাগ,ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
চেম্বার :
বাংলাদেশ কসমেটিক সার্জারি , বাড়ি ৮, রোড
১৪, ধানমণ্ডি (সোবহানবাগ মসজিদের গলিতে), ঢাকা।
এপয়েন্টমেন্ট
০১৭৬৬৯৩৫২৫৪,০১৩১৪০৯৯৯২২
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/dr.iqbalahmed