অনেক মহিলা যাদের প্রথম বেবি সিজারিয়ান সেকশনের (বা সি-সেকশন) মাধ্যমে হয়েছে তাদের একটা বড় অংশ দ্বিতীয় বা পরবর্তী বেবি 'নরমাল ভেজাইনাল ডেলিভারি' করতে আগ্রহ প্রকাশ করছেন। বছরের পর বছর ধরে, যেসব মহিলাদের সি-সেকশন ছিল তাদেরকে নরমাল ভেজাইনাল ডেলিভারি সম্পূর্ণভাবে এড়িয়ে যেতে এবং ভবিষ্যতের সমস্ত ডেলিভারি বা প্রসব সি-সেকশনের মাধ্যমে করতে উৎসাহিত করা হতো।
কিন্তু বর্তমানে , উন্নত বিশ্বে এমন কি আমাদের দেশেও ভেজাইনাল বার্থ আফটার সিজারিয়ান (VBAC) (সিজারের হিস্ট্রি থাকার পরেও) অনেক নারী এবং তাদের শিশুর জন্য একটি নিরাপদ বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। সবচেয়ে বড় সুবিধা হল ভেজাইনাল ডেলিভারির পর আপনি দ্রুত হাসপাতাল ত্যাগ ও দৈনন্দিন কাজে ফিরতে পারছেন।
আপনার প্রথম সি-সেকশনের কারণ, আপনার জরায়ুতে দেওয়া ইন্সিসনের ধরন এবং আপনার বর্তমান মেডিকেল ইতিহাস নির্ধারণ করবে আপনি VBAC এর জন্য উপযোগী কি না। চলুন আরও বিস্তারিত জানি।
আপনাদের যাদের সি - সেকশনের হয়েছে তাদের বেশির ভাগের Discharge paper এ দেখবেন লিখা আছে LUCS অর্থাৎ আপনাদের তল পেটের যেখানে ভাঁজটি থাকে সেখানে ট্রান্সভার্স ইনসিসন দিয়ে জরায়ুর নীচের, পাতলা অংশ জুড়ে কেটে বেবি ডেলিভারি করা হয়েছে। এই ধরনের সি-সেকশনে ভেজাইনাল ডেলিভারি বা VBAC এর চমৎকার সম্ভবনা রয়েছে।
আর যদি জরায়ুতে Vertical incision বা আপনার পেট লম্বা-লম্বি ভাবে কেটে যদি ডেলিভারি করানো হয়ে থাকে, সে ক্ষেত্রে পরবর্তী প্রেগন্যান্সিতে ভেজাইনাল ডেলিভারির চেষ্টা করলে প্রসবের সময় জরায়ুর মাংশ পেশীর প্রচন্ড সংকুচনের (contraction) কারণে আপনার জরায়ু ফেটে যেতে পারে। কাজেই ভার্টিকেল ইন্সিসন নিয়ে VBAC ট্রাই করা ঝুঁকিপূর্ণ।
আপনার পেটের ত্বকে যে ডিরেকশনে কাটা আছে আপনার জরায়ুতে গিয়ে অন্য ডিরেকশনে কাটা থাকতে পারে। এছাড়া, যদি আপনার একাধিক সি-সেকশন থাকে, সেক্ষেত্রে VBAC সি-সেকশনের ভাল বিকল্প নাও হতে পারে।
কখনো কখনো VBAC ঝুঁকিপূর্ণ হতে পারে, তবে অধিকাংশ মহিলারই কোন সমস্যা হয় না। VBAC এর জন্য চেষ্টা করে এমন ৪ জন মহিলার মধ্যে ৩ জন সফল হয়ে থাকেন। যদি আপনি ২য় বা ৩য় প্রেগ্ন্যান্সিতে VBAC করতে আগ্রহী হন, তাহলে ঝুঁকি এবং সুবিধাগুলি বুঝার জন্য আপনার গাইনকোলজিস্টের সাথে কথা বলুন। তবে মনে রাখবেন সব গাইনকোলজিস্ট ও হাসপাতাল VBAC এর মাধ্যমে ডেলিভারি করতে অনুমতি দেয় না। কাজই যদি আপনি হৃদয় থেকে এই ধরনের ডেলিভারির জন্য চেষ্টা করতে চান তাহলে আপনার গাইনকোলজিস্ট ও হাসপাতালের সাথে আগে থেকে কথা বলে নিশ্চিত করুন যে তারা এটির অনুমতি দেবে কি না। প্রয়োজনে অন্যত্র যোগাযোগ করুন। তবে কোন অবস্থায়ই এটি বাসায় চেষ্টা করবেন না। শুধু মাত্র ইমার্জেন্সি সি-সেকশনের ব্যবস্থা রেখে VBAC ট্রাই করতে হবে।
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/Rumas-Ultrasound-109856337478413
লেখিকা
ডাঃ সরওয়াত আফরিনা আক্তার (রুমা)
MBBS,MSc(Australia),FCGP,CMU,DMU, Advanced Training on TVS,Fetal Echo,Anomaly Scan,Paediatric Ultrasound,Musculoskeletal Ultrasound, Duplex Doppler,Infertility & Gynae Ultrasound,From Dhaka,Mumbai, Channai, Delhi, Gujarat.
Consultant Sonologist
Aalok HeathCare Ltd
ঠিকানাঃ
আলোক হাসপাতাল লিমিটেড
বাড়ি নং - ০১, রোড নং - ০৫, ব্লক নং - এ, সেকশন- ৬, মিরপুর, ঢাকা ১২১৬।
(মিরপুর ১০ মেট্রো স্টেশনের পশ্চিম পাশে)
সময়ঃ
সকাল - ৮.০০ টা - ৩.০০ টা পর্যন্ত
বিকাল - ৬.০০ টা - রাত্র ১১.০০ পর্যন্ত
(শুক্রবার বিকাল বন্ধ)।
অনুসন্ধানঃ
09678822822, 01769969836.
Appointment এর জন্য
+8801892696007
+8801402801628
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/Rumas-Ultrasound-109856337478413