গত 29 সেপ্টেম্বর পালিত হল বিশ্ব হার্ট দিবস। হৃদরোগ হূৎপিণ্ডের একমাত্র রোগ কিন্তু নয়। নানা রোগব্যাধির রকমফেরও আলাদা। কিন্তু হৃদরোগ জন্ম থেকেই থাকে। সেগুলোকে আমরা বলি জন্মগত হৃদরোগ। হূৎপিণ্ডের ভাল্ভে নানা রোগ হয়, আবার হার্টের নিজস্ব রক্ত সরবরাহ বন্ধ হয়ে ইসকেমিক হার্ট ডিজিজ হয়। উচ্চ রক্তচাপ থেকে হতে পারে হৃদরোগ। হার্টের ইনফেকশন এবং পরবর্তী জটিলতাও কম হয় না। বাতজ্বর তো খুবই কমন। এর সবকিছুই হৃদরোগ।আপনার যদি ইতিমধ্যে কোনো হার্টের অসুখ চিহ্নিত হয়ে থাকে এবং আপনি যদি গর্ভধারণ করতে চান, তাহলে অবশ্যই একজন হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। ধরুন, আপনার জন্মগত কোনো হৃদরোগ চিহ্নিত আছে অথবা আপনার বাতজ্বরে ভোগার ইতিহাস রয়েছে বা আপনার হার্টের ভাল্ক্বে কোনো অসুখ ধরা পড়েছে বা অতীতে হার্টের কোনো অপারেশন হয়েছে। এমনকি আপনি উচ্চ রক্তচাপে ভুগছেন, তাহলে আপনার প্রেগন্যান্সি প্ল্যানের আগে একবার হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিয়ে নিন।
আপনার হার্টের সার্বিক ফিটনেস তিনি দেখে দেবেন। জন্মগত হৃদরোগের আছে নানা রকমফের। কোনো কোনো জন্মগত হৃদরোগে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সতর্কতার সঙ্গে গর্ভধারণ এবং গর্ভাবস্থা পার করলে হৃদরোগেও নিরাপদ মাতৃত্ব সম্ভব। আবার কোনো কোনো জন্মগত হৃদরোগে অবস্থা বিবেচনায় চিকিৎসক হয়তো গর্ভধারণ নিষেধই করবেন। বাতজ্বরের প্রকোপ আমাদের দেশে অনেক বেশি। বাতজ্বর কিন্তু হার্টেরই অসুখ। বাতজ্বর যদি সময়মতো শনাক্ত না হয় বা চিকিৎসা না করা হয়, তাহলে পরবর্তী সময়ে হার্টের ভাল্ক্বের অসুখ হতে পারে। অনেক সময় ভাল্ক্বের এসব অসুখ গর্ভাবস্থায় প্রথম ধরা পড়ে। হার্ট ভাল্ক্বেরও নানা রকম অসুখ হয়। যারা এমন হৃদরোগে ভুগছেন, তারা গর্ভধারণের আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। চিকিৎসক আপনার হার্টের পরীক্ষা-নিরীক্ষা করে বলে দেবেন, আপনার করণীয় কী।
অনেকে উচ্চ রক্তচাপে ভুগে থাকেন। তাদের অবশ্যই গর্ভকালীন চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে। যাদের হার্ট অ্যাটাক বা অন্য কোনো ইসকেমিক হার্ট ডিজিজের ইতিহাস আছে, তাদেরও হার্টের যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করে গর্ভধারণের আগে বিশেষ প্রস্তুতি নেওয়া উচিত। অনেকে হৃদরোগের জন্য নিয়মিত হয়তো ওষুধ ব্যবহার করেছেন। অনেক ওষুধ গর্ভস্থ শিশুর জন্য খুব ক্ষতিকর। তাই ওষুধপত্র নির্ধারণ ও গর্ভ-পূর্ব বিশেষ পরিকল্পনা অনেক জরুরি।
মোটকথা, আপনি যে মুহূর্তে প্রেগন্যান্সির প্ল্যান করছেন, সে মুহূর্তে খেয়াল রাখুন, প্রেগন্যান্সির জন্য আপনার হার্ট কতটা প্রস্তুত। যেহেতু প্রেগন্যান্সি আপনার হার্টের কর্মকাণ্ডের ওপর একটি অতিরিক্ত চাপ, সেহেতু এটা অবশ্যই জরুরি।
গর্ভকালীন নতুন হৃদরোগ : অনেক সময় সুস্থ-সবল হার্টকেও গর্ভাবস্থার অতিরিক্ত চাপ সামলাতে গিয়ে রোগাক্রান্ত হয়ে পড়তে দেখা যায়। তার মধ্যে উচ্চ রক্তচাপ খুব কমন। প্রায় ৮ শতাংশ নারী উচ্চ রক্তচাপের শিকার হন গর্ভাবস্থায়।
এ সময় ঠিকমতো রক্তচাপ নিয়ন্ত্রণে না রাখলে শরীরে পানি জমে প্রি-একলাম্পশিয়া বা গর্ভকালীন খিঁচুনি তথা একলাম্পশিয়ার মতো মারাত্মক গর্ভকালীন জটিলতা দেখা দিতে পারে।
কার্ডিওমায়োপ্যাথি নামের হৃদরোগের জন্ম হতে পারে গর্ভাবস্থায়। গর্ভের শেষ মাস থেকে শুরু করে ডেলিভারির পর প্রায় পাঁচ মাস পর্যন্ত এ ধরনের হৃদরোগের ঝুঁকি থাকে। এসব হৃদরোগ হলে হার্টের আকার বড় হয়ে যায় এবং শ্বাসকষ্টসহ শরীর ফুলে গিয়ে বিভিন্ন লক্ষণ প্রকাশ পায়। এ ছাড়া শরীরে রক্ত জমাট বেঁধে যাওয়ার ঝুঁকিসহ নানা ধরনের হার্টের অ্যারিদমিয়াও গর্ভাবস্থায় দেখা যেতে পারে।
পরামর্শ :
সুস্থ মা ও সুস্থ শিশু একটি সুস্থ জাতি গঠনে অপরিহার্য। আর একজন সুস্থ মা ও সুস্থ শিশুর জন্য চাই একটা সুস্থ হার্ট। আপনি তাই জটিলতাবিহীন সুস্থ গর্ভাবস্থা পার করতে অবশ্যই জানুন- আপনার হার্ট সুস্থ তো! যাতে বংশ বিস্তার করতে না পারে তার যথাযথ ব্যবস্থা নিতে হবে। আসুন হৃদয় দিয়ে হৃদয় যত্ন নেই।
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/dr.hasnahossain
লেখিকা
ডাঃ হাসনা হোসেন আখী
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমএস (অবস এন্ড গাইনী)
ট্রেইন্ড ইন ল্যাপারস্কপি এন্ড ইনফার্টিলিটি স্ত্রী রোগ ও প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞ এবং ল্যাপারস্কপিক সার্জন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
নিয়মিত রোগী দেখছেন: মার্কস কনসালটেশন সেন্টার।
প্রতিদিন : বিকেল ৫ টা হতে রাত ৮ টা পর্যন্ত।
সিরিয়াল : 01729-269437.
সিরাজ মার্কেট (২য় তলা), কচুক্ষেত, ঢাকা-১২০৬। (ফুট ওভার ব্রিজের পাশে)
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/ dr.hasnahossain