শরীরের ১১ লক্ষণে সাবধান
শরীরের নাম মহাশয় ,যা সওয়াবে তাই সয় কথা বলাটা যতটা সহজ ,শরীর ঠিক রাখা টা আসলে অতটা সহজ নয় । তা পুরটাই নির্ভর করে যত্ন আত্তি আর সচেতনতার উপর । তাই এই মহাশয়ের প্রতি যত্নবান থাকা টা খুব দরকার । শরীরে রোগ বাসা বাঁধলে কিছু উপসর্গ দেখা দেয় । এ আর এমন কী ভেবে আমরা তা গুরুত্ব দিই না । তবে কিছু উপসর্গ বা বদলের পরিণতি ভয়ংকর হতে পারে । তাই ১১ লক্ষণে আগে থেকেই সাবধান
ক্লান্তি
দিনের যেকোন সময় যে কেউ ক্লান্তি বোধ করতে পারেন । কিন্তু প্রায়ই ক্লান্ত হয়ে পড়লে সতর্কতা প্রয়োজন । খুব বেশি কাজের চাপ না থাকলেও আপনি যদি প্রায়ই ক্লান্ত হয়ে পড়েন , তাহলে সতর্ক হওয়া দরকার । অপুষ্টি বা থাইরয়েড গ্রন্থির সমস্যার কারণে এমনটি হতে পারে ।
পেটের গোলমাল
পাকস্থলি প্রতিদিন পরিষ্কার রাখাটা খুব জরুরী । প্রত্যেক মানুষের শরীরে আলাদা ধরণ রয়েছে ।তবে যদি পেটের গোলমাল খুব বেশি হয়,তাহলে চিকিৎসা প্রয়োজন । দিনে কয়েকবার প্রসাধন কক্ষে যেতে হলে,পেটের বর্জ্যে পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের কাছে যাওয়া জরুরী
তিল ও আঁচিল
শরীরে হঠাৎ কোন দাগ দেখা দিলে সাবধান । শরীরে হঠাৎ করে তিল ও আঁচিলের পরিমাণ বেড়ে গেলে নজরদারি দরকার । তিল বা আঁচিল ক্ষতিকর নয়। কিন্তু তিল বা আঁচিল থেকে বড় সমস্যা হতে পারে ।
চুল পাতলা হয়ে যাওয়া
নারীদের ক্ষেত্রে চুলের ঘনত্ব কমে যাওয়া টা ভয়ংকর । যদি খুব বেশি চুল পড়ে যেতে থাকে তবে চিকিৎসকের কাছে যাওয়া দরকার । পুষ্টিহীনতা বা কোন অসুখ থেকে এমন হতে পারে ।
নাক ডাকা
হৃদরোগ নাক ডাকার কারণ হতে পারে । শরীর যথেষ্ট অক্সিজেন না পেলেও এমন টা হতে পারে । ওজন কমালে নাক ডাকা কমতে পারে । সমস্যাটি নিয়ে চিকিৎসকের কাছে যাওয়া ভালো ।
ত্বকের সমস্যা
ত্বক শরীরের গুরুত্বপূর্ণ অংশ । ত্বক এ র্যাশ , একজিমা , সংক্রমণও শরীরের একধরণের বার্তা ।শরীর এরকম পরিস্থিতিতে কোন গোলযোগের সংকেত দেত । পুষ্টির অভাব,এ্যালার্জি থেকেও এমন টা হতে পারে ।
পিপাসা
দৈনিক দুই লিটার পানি পান করা শরীরের জন্য ভালো । এর চেয়ে বেশি পানি পান করলে বা অনিয়মিত পানি পান করলে শরীরে সমস্যা হতে পারে । বারবার পিপাসা হৃদরোগ বা কিডনি সংক্রান্ত জটিলতার কারণ হতে পারে । টাইপ-২ ডায়াবেটিসের লক্ষণও হতে পারে । চিকিৎসকের সাথে পরামর্শ করাটা জরুরী ।
বুকে ব্যথা
বিশ্বাস করুন আর নাই করুন ,বুকে ব্যথা হওয়ার ৩০ কারণ থাকতে পারে । বুকে ব্যথা হলে আমরা সাধারণত কারণ টা ভাবি অ্যাসিডিটি । এটা কিন্তু হৃদরোগও হতে পারে । বুকে ব্যথা হলে তাই অবহেলা করবেন না । নইলে বিপদ আসতে পারে । শ্বাস কষ্ট, ক্লান্ত , শীতকালেও ঘাম নাড়ির অনিয়মিত বা দ্রুত স্পন্দন থাকলে দ্রুত চিকিৎসা প্রয়োজন ।
মাথাব্যথা
মাথাব্যথার মাধ্যমে শরীর আপনাকে কিছু একটা জানাতে চায় । অনেকেই ব্যথানাশক ঔষধ দিয়ে সামোয়িক উপশম পেতে চেষ্টা করেন । কিন্তু মাথাব্যথার কারণ টা আরও গভীর হতে পারে । প্রচুর পানি পান,ও মুক্ত পরিবেশে থাকার পরেও সমস্যার সমাধান না হলে ভাবতে হবে ।পানিশূন্যতার কারণে মাথাব্যথা হতে পারে । পুষ্টিহীনতা, ঘুমের স্বল্পতা অথবা মানুসিক চাপ থেকেও কিন্তু এমন সমস্যা হতে পারে ।
ওজন কমে যাওয়া
হঠাৎ ওজন কমে যাওয়া মারাত্বক একটি লক্ষণ । এ রকম হলে চিকিৎসকের কাছে যাওয়া জরুরী । ডায়বেটিস,ক্যান্সার,ভাইরাসের সংক্রমণ ,পেটের অসুখ, হতাশাসহ নানা অসুখের কারণে ওজন কমে যেতে পারে । যতদ্রুত চিকিৎসকের কাছে যাবেন ততদ্রুত উপকার পাবেন ।
ঠোঁট ফাটা
আপনার কী প্রায়ই ঠোঁট ফেটে যায় ? কখনো ভেবেছেন এর কারণ কী হতে পারে ? ভিটামিন বি এর অভাবে এমন টা হতে পারে । ভিটামিন বি এর অভাব থাকলে রক্তশূন্যতা হতে পারে । পপকর্ন ,লবণ , অলিভ ওয়েল , ঝাল লাল মরিচ খেলে বি ভিটামিনের ঘাটতি পূরণ হতে পারে ।
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/trust.a.dietitian
লেখক
Nusrat Jahan
Nutrition and Diet Consultant
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/trust.a.dietitian