গর্ভধারণ এবং স্তন ক্যান্সার বিষয়টি নিয়ে সচেতনতা খুবই জরুরি । যদিও আমাদের দেশের ক্যান্সার পরিসংখ্যান যথাযথ হয়নি, তারপরেও দেখা গেছে যে আমাদের দেশে পাশ্চাত্যের তুলনায় কম বয়সে মহিলাদের স্তনের ক্যান্সার আক্রান্তের হার বেশি। সুতরাং সন্তান জন্মদান সক্ষম মহিলাদের হার ও তুলনামূলক বেশি। তাই এ বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ।
'গর্ভধারণ এবং স্তন ক্যান্সার পর্ব- ২' লেখাটি পড়তে এখানে ক্লিক করুন।
গর্ভধারণ এবং স্তন ক্যান্সার বিষয়টি বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। যেমন ধরুন
১। গর্ভবতী মহিলা যদি ক্যান্সার আক্রান্ত হন তাহলে কি করা যায়?
২। স্তন ক্যান্সার আক্রান্ত মহিলা চিকিৎসার পর যদি গর্ভধারণ করতে চান তাহলে তার জন্য কি পরামর্শ হতে পারে?
৩। ক্যান্সার এর কারনে যদি সন্তান জন্মদান করতে অক্ষম হবার সম্ভাবনা থাকে তাহলে কি পরামর্শ হতে পারে?
প্রথমেই বলে রাখা ভালো গর্ভবতী মহিলার স্তন ক্যান্সারের হার খুবই কম। কিন্তু গর্ভবতী মহিলাদের এই সময়ে স্তনের আকার আকৃতি পরিবর্তন, স্তনের ব্যাথা ভাব, ফোলা, চামড়ার রঙের পরিবর্তন, স্তনের বোঁটা এবং চারপাশের চামড়া কালচে ভাব, ফোলা ফোলা ইত্যাদি থাকতে পারে। ফলে এই সময়ে স্তন ক্যান্সার আক্রান্ত হবার পর মেয়েরা বেশির ভাগই বুঝতে পারেননা যে তাদের স্তনে কোন পরিবর্তন হয়েছে বা ক্যান্সার হয়েছে। বিশেষত যেহেতু বেশির ভাগ ক্ষেত্রেই ক্যান্সার এ ব্যাথা থাকে না। এজন্য তাদের জন্য পরামর্শ হলো
নিজে নিজে স্তন পরীক্ষা ঃ
- অবশ্যই এই সময়ে নিয়মিত পরীক্ষা করবেন। যে কোন পরিবর্তন হলে ডাক্তার এর স্মরনাপন্ন হবেন।
- প্রয়োজন হলে ব্রেস্ট এর আল্ট্রাসাউন্ড করা জরুরি।
- চাকা বোধ হলে ডিজিটাল ম্যামোগ্রাম করা যেতে পারে, অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মত। এতে রেডিয়েশন প্রতিক্রিয়া কম হয়।
- দরকার হলে প্রাথমিকভাবে কোর বায়প্সি করা যেতে পারে।(অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মত।)
- মোটকথা এই সময়ে সার্বিক ভাবে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/DrLailaShirinOncoSurgeon
লেখক
ডাঃ লায়লা শিরিন
অধ্যাপক, ক্যান্সার সার্জারী, জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতাল।
চেম্বার
কনসালট্যান্ট, সার্জারী। (স্তন, পায়ুপথ, খাদ্যনালীর ক্যান্সার ও ল্যাপারস্কপিক সার্জারী বিশেষজ্ঞ )
ইসলামী ব্যাংক হাসপাতাল, মতিঝিল, ঢাকা।
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/DrLailaShirinOncoSurgeon