আজকাল চিকিৎসা ক্ষেত্রে অগ্রগতির সাথে সাথে অনেক ধরনের পদ্ধতি জনপ্রিয় হয়েছে। তার মধ্যে অন্যতম হলো ল্যাপারোস্কপি / মিনিমাল এক্সেস সার্জারী। প্রচলিত ভাবে রোগিরা বলেন, আমি যন্ত্রদিয়ে অপারেশন করাবো। আবার কেউ কেউ বলেন আপা আমি পেট কাটবো না, পেট ফুটো করে অপারেশন করাতে চাই। এখন এটি বিশেষ করে পিত্তথলির পাথরের অপারেশনে সবচেয়ে জনপ্রিয় আর কার্যকরী পদ্ধতি।
শুধু কি পিত্তথলির পাথরের অপারেশনে সবচেয়ে জনপ্রিয়? ঠিক তা কিন্তু নয়। বাহিরের দেশে আর আমাদের এখানেও আমরা এখন পায়ুপথের ক্যান্সার অপারেশনে এটি গুরুত্ব দিচ্ছি।
তাহলে প্রশ্ন হতে পারে সার্জারী আর ল্যাপারোস্কপি বা মিনিমাল এক্সেস সার্জারী কারা করেন?
আসলে যে কোন হাসপাতালের ভালো মেশিন আর সেট খুব জরুরি। ভালো বিশেষজ্ঞ ডাক্তার এর পাশাপাশি। তবে একক কেউ কিন্তু এ বিষয় কাজ করেন না। ধরুন আপনার জরায়ু বা ওভারী তে সমস্যা। সেক্ষেত্রে গাইনি চিকিৎসক এই ল্যাপারোস্কপিক সার্জারী করতে পারেন। প্রসাব বা মুত্র সংক্রান্ত সমস্যা হলে ইউরোলোজী বিশেষজ্ঞরা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। পিত্তথলির সমস্যা, সাধারণত বিশেষজ্ঞ সার্জারী ডাক্তার এই জাতীয় অপারেশন করে থাকেন। আবার ক্যান্সার চিকিৎসা হলে ক্যান্সারের নিদৃস্ট প্রোটোকল মেনে বিশেষজ্ঞ সার্জন করতে পারেন। মোট কথা যে কোন বিশেষজ্ঞ তার নিদৃস্ট বিষয়ে তার এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারেন।
এখন কথা হচ্ছে, সুবিধা কি?
যেহেতু পুরো পেট না কেটেই অপারেশন করা যায়। দাগ কম। দ্রুতই স্বাভাবিক জীবন যাত্রায় ফেরত আসা যায়। আর যে ক্যামেরা দিয়ে আমরা পেটের ভিতরে দেখি তা খুবই সুন্দর ভাবে সব অংগসমূহের ছবি দেখায়। যার ফলে খুব কম কাটাছেঁড়া করেও কাংখিত অপারেশন নিখুঁত ভাবে করা সম্ভব। আর এর ফলে রোগী অপারেশন পরবর্তী জীবনে তাড়াতাড়ি ফিরতে পারেন। আর এজন্য এটি এখন সার্জন আর রোগী দুজনের কাছেই খুব ভালো আর পছন্দের একটি অপারেশন পদ্ধতি।
ক্যান্সার এর ক্ষেত্রে সাধারণত প্রাথমিক পর্যায়ের ক্যান্সার রোগী এর থেকে বেশি উপকৃত হন। প্রাথমিক পর্যায় হলে ক্যান্সারের কোন জীবাণু ছড়ানোর সম্ভাবনাও কম থাকে।
সবই কি সুবিধা?
আসুন তাহলে জানি অসুবিধা কি?
সব বিশেষ করে এডভান্স স্টেজের ক্যান্সার বা জটিল অপারেশন করা কশটকর। ক্ষেত্রবিশেষে না করাই ভালো। ভালো মেশিন আর অপারেশন সেট আপ থাকা জরুরি। আর ভালো সার্জারী টিম দরকার। আর দক্ষ সার্জন জরুরি। যেহেতু এটির সাথে যে ইন্সট্রুমেন্ট লাগে তার এখনো দাম অনেক বেশি তাই অপারেশন এর খরচ পেট কেটে অপারেশন এর তুলনায় বেশি।
আজকাল আমরা কোন ক্ষেত্রেই পিছিয়ে নেই। কিন্তু মনে রাখা জরুরি সব ধরনের চিকিৎসা সবার জন্য প্রযোজ্য হবে না। শুধু টাকা বেশি এজন্য নয়, সব উন্নত প্রযুক্তির কিছু সমস্যা থাকে, সবক্ষেত্রে প্রযোজ্য হয় না। কাজেই নিদৃস্ট বিষয়ে আপনার জন্য কোনটা ভালো হবে সে বিষয় ডাক্তার এর সাথে পরামর্শ করুন।
মিনিমাল এক্সেস সার্জারী এর সাথে বিশেষত ক্যান্সার বিষয় চিকিৎসায় এটাও মনে রাখা জরুরি, শুধুমাত্র কম দাগ বা কম কাটাছেঁড়ার চেয়ে সম্পূর্ণভাবে ক্যান্সারের টিস্যু অপারেশন এর মাধ্যমে সরিয়ে ফেলা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া ক্যান্সার নির্মুল করতে আরও অনেক থেরাপি লাগে, নিয়মিত চেকআপ করা লাগে। আর প্রতিবারই পরীক্ষা নিরিক্ষার প্রয়োজন হয়। তাই আপনার সামর্থ্যও বোঝা জরুরি। এখন বেশিরভাগ ক্যান্সারই প্রাথমিকভাবে মিনিমাল এক্সেস সার্জারী করে অপারেশন যোগ্য এবং অনেক ক্যান্সারই প্রায় নিরাময়যোগ্য। তাই আপনার প্রয়োজন আর যাখানে চিকিৎসা করাতে চাচ্ছেন তার ব্যায় এবং অতি অবশ্যই মানসম্মত সেবা আর বিশেষজ্ঞ থাকাটা জরুরি।
আপনার ডাক্তার এর সাথে খোলাখুলি এসব ব্যাপারে আলোচনা এবং পরামর্শ করুন।
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/DrLailaShirinOncoSurgeon
লেখক
ডাঃ লায়লা শিরিন
সহযোগী অধ্যাপক, ক্যান্সার সার্জারী, জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতাল।
চেম্বার
কনসালট্যান্ট, সার্জারী। (স্তন, পায়ুপথ, খাদ্যনালীর ক্যান্সার ও ল্যাপারস্কপিক সার্জারী বিশেষজ্ঞ )
ইসলামী ব্যাংক হাসপাতাল, মতিঝিল, ঢাকা।
০২-৫৮৩১১৭৪০
০২-৫৮৩১১৭৪৩-৪
০২-৫৮৩১২৩৭২
০২-৪৮৩২০৯৬২-৫
০২-৪৮৩১৮৭১৫
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/DrLailaShirinOncoSurgeon