TT vaccine বা টিটেনাস রোগের টিকা প্রত্যেকটি সন্তান জন্মদানে সক্ষম তরুণী ও মহিলাকে নেওয়া উচিত। এই টিকা আপনাকে ও আপনার অনাগত শিশুকে ধনুষ্টংকার রোগ থেকে রক্ষা করবে। এই টিকার ডোজ মোট ৫ টি। আমাদের দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির অধীনে ১৫-৪৯ বছর বয়সী মেয়েদের বিনামূল্যে এই টিকা দেওয়া হয়।
টিটি টিকার সিডিউলঃ
* ১ম ডোজ- ১৫ বছর থেকে যে কোন দিন
* ২য় ডোজ - ১ম ডোজের ১ মাস পর।
* ৩য় ডোজ - ২য় ডোজের কমপক্ষে ৬ মাস পর।
* ৪র্থ ডোজ - ৩য় ডোজের কমপক্ষে ১ বছর পর।
* ৫ম বা সর্বশেষ ডোজ - ৪র্থ ডোজের কমপক্ষে ১ বছর পর।
*** আপনি যদি গর্ভধারণের পূর্বে কোন টিকা না নিয়ে থাকেন তাহলে
১ম ডোজ - গর্ভধারণের ৫ মাস পূর্ণ হলে যে কোন দিন এবং ২য় ডোজ - ১ম ডোজের ১ মাস পর নিবেন।
** আর যদি গর্ভধারণের পূর্বে দুটি টিকা নেওয়া থাকে তাহলে-
প্রতি গর্ভাবস্থায় ৫ মাস পূর্ণ হলে একটা করে টিটির বুস্টার ডোজ নিতে হবে। কারো মোট ৫ টি ডোজ দেওয়া থাকলে গর্ভবস্থায় আর কোন টিটি টিকা নিতে হবে না। যারা শৈশবে ৩ টি DPT টিকা নিয়েছেন, তারাও প্রথম প্রেগ্ন্যান্সিতে ২ টি এবং পরবর্তী প্রেগ্ন্যান্সিতে ১ টি টিটি টিকা নিবেন।
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/Rumas-Ultrasound-109856337478413
লেখক
ডাঃ সরওয়াত আফরিনা আক্তার (রুমা)
MBBS,MSc(Australia),FCGP,CMU,DMU, Advanced Training on TVS,Fetal Echo,Anomaly Scan,Paediatric Ultrasound,Musculoskeletal Ultrasound, Duplex Doppler,Infertility & Gynae Ultrasound,From Dhaka,Mumbai, Channai, Delhi, Gujarat.
Consultant Sonologist
Aalok HeathCare Ltd
ঠিকানাঃ
Ruma's Ultrasound
* আলোক হেলথকেয়ার লি.
প্রধান শাখা, মিরপুর ১০, ঢাকা ১২১৬।
সময়ঃ সকাল ৮.০০ টা থেকে দুপুর ৩.০০ টা পর্যন্ত।
* আলোক হেলথকেয়ার লি.
৩য় শাখা, আলবা টাওয়ার
মিরপুর ১১.৫, ঢাকা ১২১৬।
সময়ঃ সন্ধ্যা ৬.০০ টা থেকে রাত্র ১১.০০ টা পর্যন্ত। (শুক্রবার বিকাল বন্ধ)
এপয়েন্টমেন্ট এর জন্য
+8801892696007 (শুধু মাত্র আল্ট্রাসনোগ্রামের জন্য)
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/Rumas-Ultrasound-109856337478413