সবাই চায় একটি আকর্ষণীয় চেহারা। নিজের সৌন্দর্যের জন্য বা কনফিডেন্স বাড়ানোর জন্য।চেহারা তো আর একবারে পরিবর্তন করে ফেলা সম্ভব না কিন্তু চেহারার কিছুকিছু জিনিস পরিবর্তনের মাধ্যমে চেহারায় একটি আকর্ষণীয় লুক দেওয়া সম্ভব।
আবার বয়সের সাথে চেহারায় কিছু পরিবর্তন হয় তা অনেকেই মেনে নিতে পারে না। সেই পরিবর্তন গুলো যাতে না বুঝা যায় বা চলে যায় তার জন্য রয়েছে কিছু পদ্ধতি।
কারো গাল ফোলা থাকলে বা গোলগাল থাকলে একটা চৌকস শেইপ দেওয়া যায়। V শেইপ ফেস করা যায়। আবার কারো চাপা ভাংগা থাকলে তা বাড়ানো যায়।
ডাবল চিন থাকলে তা দূর করা যায়। জো-লাইন শার্প করা যায়।
এই পদ্ধতি গুলো কে ফেসিয়াল রিজুভিনেশন বা ফেসিয়াল কনটোরিং বলা হয়। সার্জিক্যাল বা নন সার্জিক্যাল নানা উপায়ে চেহারার সৌন্দর্য বাড়ানো সম্ভব।
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/dr.iqbalahmed
লেখক
ডাঃ ইকবাল আহমেদ
প্লাস্টিক ও এস্থেটিক সার্জন
সহকারী অধ্যাপক,
বার্ণ ও প্লাস্টিক সার্জারি বিভাগ,ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
চেম্বার :
বাংলাদেশ কসমেটিক সার্জারি , বাড়ি ৮, রোড
১৪, ধানমণ্ডি (সোবহানবাগ মসজিদের গলিতে), ঢাকা।
এপয়েন্টমেন্ট
০১৭৬৬৯৩৫২৫৪,০১৩১৪০৯৯৯২২
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/dr.iqbalahmed