ইউরিন ইনফেকশন কেন হয়?
প্রাইভেট পার্টে ক্যানডিডার বিস্তার নিয়ন্ত্রণের বাইরে গেলে সংক্রমণের আকার নেয়। এটি নানা কারণে হতে পারে।যেমন :
অ্যান্টিবায়োটিকের প্রভাবে :
অতিরিক্ত অ্যান্টিবায়োটিকের প্রভাবে গুড ব্যাকটেরিয়া মারা যায়,,যা ইনফেকশন থেকে রক্ষা করতে পারতো।
হরমোনের তারতম্য :
হরমোনের তারতম্যে সংক্রমণ বৃদ্ধি পায়। গর্ভাবস্থায় ও মাসিকের সময় হরমোনের তারতম্য হয়ে থাকে। জন্মনিরোধক ঔষধ সেবনে ও ইনফকশনের সম্ভাবনা বাড়ে।
ডায়াবেটিস : রক্তে গ্লুকোজের পরিমান বেড়ে গেলে মূত্রে উপস্থিত ব্যাকটেরিয়ার ওপর তার প্রভাব পড়ে।ফলে ইনফেকশনের সম্ভাবনা বাড়ে।
দূর্বল ইমিউন সিস্টেম : রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে ইনফেকশনের সম্ভাবনা বাড়ে। এইচআইভি, কেমোথেরাপি, রেডিয়েশনের ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।
স্বাস্থ্যবিধি: অপরিচ্ছন্ন, ভেজা,ঘর্মাক্ত অন্তর্বাস ব্যবহার করলে ইনফেকশনের সম্ভাবনা বাড়ে। জেট স্প্রে ওয়াশ ব্যবহারের সময় বেশি জোড়ে পানি স্প্রে করলে কিছু ভালো ব্যাকটেরিয়া ধুয়ে যায়। সুগন্ধি প্যাড বা ডিওডোরেন্ট ব্যবহার করলেও সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পায়।
ইনফেকশন থেকে কিছুটা আরাম পাওয়ার উপায়:
- দই: প্রোবায়োটিক সবসময়ই ফাঙ্গাসের বিরুদ্ধে ভালো কার্যকরী। সেক্ষেত্রে টকদই খেতে পারেন।
- নারিকেল তেল : নারিকেল তেলে অ্যান্টিফাঙ্গাল উপাদান আছে। এটি ব্যবহার করতে পারেন।
- গরম পানি : হালকা গরম পানি দিয়ে প্রাইভেট পার্ট ধুয়ে নিতে পারেন। কিছুটা আরাম বোধ হবে।
- সকালবেলা খালি পেটে কাঁচা রসুন চিবিয়ে খেতে পারেন।
- নিয়মিত ভিটামিন সি যুক্ত খাবার খেলে ইনফেকশন তাড়াতাড়ি সেরে যায়।
যাদের দীর্ঘদিনের সমস্যা তারা চিকিৎসকের পরামর্শ নিতে পারেন এবং চিকিৎসক যতদিন বলবেন ততদিন পর্যন্ত ঔষধ নিতে হবে।
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/trust.a.dietitian
লেখক
Nusrat Jahan
Nutrition and Diet Consultant
অনলাইন কাউন্সিলিং এর জন্য যোগাযোগ করুন এই নম্বরে, 01881925632,
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/trust.a.dietitian