loading...









loading...

Royalbangla
মোঃ ফাহিম আল ফাহাদ
মোঃ ফাহিম আল ফাহাদ

মূল্যস্ফীতি কী, কেন বাড়ে, এবং আমাদের জীবনে কী প্রভাব ফেলে?

টিপস posted on 13-/04/2025

Inflation কী?

ইনফ্লেশন (Inflation) হলো একটি অর্থনৈতিক অবস্থা যেখানে সময়ের সঙ্গে সঙ্গে পণ্যের দাম বৃদ্ধি পায় এবং টাকার ক্রয়ক্ষমতা কমে যায়।

সহজভাবে বললে:

আগে যেটা ১০০ টাকায় কেনা যেত, কিছুদিন পরে সেটা কিনতে ১২০ টাকা লাগছে — এই মূল্যবৃদ্ধির ঘটনাই হচ্ছে ইনফ্লেশন।

ইনফ্লেশনের পেছনে কিছু কারণ:

চাহিদা বেশি, জোগান কম: বাজারে কোনো পণ্যের চাহিদা বেড়ে গেলে কিন্তু সেই অনুপাতে জোগান না বাড়লে দাম বাড়ে।

উৎপাদন খরচ বাড়া: কাঁচামাল, শ্রম বা পরিবহন খরচ বেড়ে গেলে কোম্পানিগুলোও পণ্যের দাম বাড়িয়ে দেয়।

মুদ্রা সরবরাহ বৃদ্ধি: যদি দেশে অতিরিক্ত টাকা ছাপানো হয়, তাহলে সবার হাতে বেশি টাকা থাকে — ফলে মানুষ বেশি কেনাকাটা করতে চায়, এতে দাম বাড়ে।

ইনফ্লেশনের প্রভাব:

সাধারণ মানুষের ওপর চাপ: প্রয়োজনীয় জিনিসের দাম বাড়লে মানুষের জীবনযাত্রার খরচ বেড়ে যায়।

সঞ্চয়ের মান কমে: ব্যাংকে রাখা টাকার আসল ক্রয়ক্ষমতা কমে যায়।

ঋণগ্রহীতার জন্য ভালো: যাদের ঋণ রয়েছে, তারা ভবিষ্যতে কম মূল্যের টাকায় সেই ঋণ শোধ করতে পারে।

চলুন তাহলে ইনফ্লেশন নিয়ে আরেকটু গভীরে যাই — উদাহরণসহ এবং প্রকারভেদ ব্যাখ্যা করি।

ইনফ্লেশনের প্রকারভেদ (Types of Inflation):

1. চাহিদানির্ভর ইনফ্লেশন (Demand-pull Inflation)

যখন মানুষের হাতে বেশি টাকা থাকে এবং সবাই বেশি পরিমাণে পণ্য কিনতে চায়, তখন চাহিদা বেড়ে যায়। কিন্তু সেই পরিমাণে যদি পণ্য উৎপাদন না হয়, তাহলে দাম বেড়ে যায়।

*** উদাহরণ: ঈদের সময় মানুষের কেনাকাটার পরিমাণ বেড়ে যায় — ফলে কাপড়, মিষ্টি বা উপহার সামগ্রীর দাম বেড়ে যায়।

2. জোগানঘাটতিজনিত ইনফ্লেশন (Cost-push Inflation)

যখন পণ্য তৈরি করতে ব্যবহৃত কাঁচামালের দাম বেড়ে যায়, তখন উৎপাদন খরচও বাড়ে। এর ফলে কোম্পানিগুলো দাম বাড়িয়ে দেয়।

** উদাহরণ: যদি জ্বালানির দাম বেড়ে যায়, তাহলে পরিবহন খরচ বাড়বে — ফলে সব পণ্যের দামই বাড়তে পারে।

3. মুদ্রাস্ফীতিজনিত ইনফ্লেশন (Monetary Inflation)

যখন সরকার অতিরিক্ত টাকা ছাপে এবং বাজারে বেশি টাকা ছড়িয়ে পড়ে, তখন টাকার মান কমে যায়।

** উদাহরণ: যদি হঠাৎ করে সরকার ১০ লাখ মানুষের মধ্যে বিশাল অঙ্কের টাকা বিতরণ করে, তাহলে চাহিদা হঠাৎ বেড়ে যাবে এবং দামও বাড়বে।

একটি বাস্তব উদাহরণ:

ধরুণ, আপনি প্রতি মাসে ১০০ টাকায় চাল, ডাল, তেল, আর ডিম কিনে খা্ন।কিন্তু এক বছর পরে একই জিনিস কিনতে আপনার ১২০ টাকা লাগে। এই অতিরিক্ত ২০ টাকাই হচ্ছে 'ইনফ্লেশন' এর প্রতিফলন — টাকার ক্রয়ক্ষমতা কমে গেছে।

ইনফ্লেশন ভালো না খারাপ?

ভালো দিক

- মৃদু ইনফ্লেশন অর্থনীতিকে চাঙা রাখে

- ব্যবসায়ীরা বেশি লাভ পায়, বিনিয়োগ বাড়ে

- নতুন চাকরি তৈরি হতে পারে

খারাপ দিক

- বেশি ইনফ্লেশন জীবনযাত্রা কঠিন করে তোলে

- সাধারণ মানুষ সঞ্চয় করতে পারছে না

- দ্রব্যমূল্য বাড়লে দরিদ্ররা ক্ষতিগ্রস্ত হয়

ইনফ্লেশন নিয়ে মোটামুটি অনেক তথ্যই পেলাম । এবার আসুন জেনে নেয়া যায় ইনফ্লেশন কীভাবে নিয়ন্ত্রণ করা যায়।

ইনফ্লেশন নিয়ন্ত্রণের উপায়গুলো:

1. মুদ্রানীতি (Monetary Policy) কড়াকড়ি করা

বাংলাদেশ ব্যাংক সুদের হার (policy rate) বাড়িয়ে টাকা ধার নেওয়া কঠিন করে দেয়। এতে:

- মানুষ কম ঋণ নেয়

- বাজারে টাকার প্রবাহ কমে

- চাহিদা কমে গেলে পণ্যের দামও কমে

** উদাহরণ: বাংলাদেশ ব্যাংক রেপো রেট বাড়িয়ে ১০% করেছে ২০২৪ সালে।

2. সরকারি ব্যয় কমানো (Reducing Government Spending)

যদি সরকার কম খরচ করে, তাহলে বাজারে অতিরিক্ত টাকা আসে না। এতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকে।

3. কর বৃদ্ধি করা (Increasing Taxes)

ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর কর বাড়ালে তাদের হাতে কম টাকা থাকে, ফলে চাহিদা কমে যায়। তবে এটি বেশি করলে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে — তাই ভারসাম্য রাখতে হয়।

4. সরবরাহ বৃদ্ধি করা (Increasing Supply of Goods)

যদি বাজারে পর্যাপ্ত পণ্য থাকে, তাহলে দাম বাড়ার সুযোগ থাকে না। এজন্য:

- কৃষি উৎপাদন বাড়ানো

-আমদানি সহজ করা

-পরিবহন সমস্যা সমাধান করা দরকার

5. মূল্য নিয়ন্ত্রণ নীতি (Price Control)

সরকার কিছু পণ্যের জন্য নির্ধারিত মূল্য (price cap) নির্ধারণ করতে পারে, যাতে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়ে বিক্রি করতে না পারে।

6. সাবসিডি (Subsidy) প্রদান

গরিব ও মধ্যবিত্তদের জন্য চাল, ডাল, তেল, গ্যাসের ওপর ভর্তুকি দিলে তারা স্বস্তি পায়, মূল্যস্ফীতির চাপ কিছুটা কমে।

7. আমদানি শুল্ক কমানো

প্রয়োজনীয় পণ্যের ওপর আমদানি শুল্ক কমিয়ে দিলে বিদেশ থেকে পণ্য আসা সহজ হয়, ফলে বাজারে সরবরাহ বাড়ে এবং দাম কমে।

সংক্ষিপ্তে মনে রাখার ফর্মুলা:

কমাও চাহিদা, বাড়াও জোগান = ইনফ্লেশন নিয়ন্ত্রণে সহায়তা।

লেখক

মোঃ ফাহিম আল ফাহাদ
শিক্ষাগত যোগ্যতাঃ
স্নাতক (অনার্স) - অর্থনীতি
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,দিনাজপুর-৫২০০

  1. royalbangla.com এ আপনার লেখা বা মতামত বা পরামর্শ পাঠাতে পারেন এই এ‌্যড্রেসে [email protected]
পরবর্তী পোস্ট

পিরিয়ডে বিশেষ পুষ্টি- এ সময় খাবার কেমন হওয়া উচিত!! (গ্রহণীয়/বর্জনীয়)


মূল্যস্ফীতি কী, কেন বাড়ে, এবং আমাদের জীবনে কী প্রভাব ফেলে?

মোঃ ফাহিম আল ফাহাদ

অ্যারিথমিয়া: হৃৎপিণ্ডের অনিয়মিত ধড়ফড়

Dr.Afjal Hossain,Assistant Registrar,Telemedicine Service
অ্যারিথমিয়া হল একটি চিকিৎসাগত অবস্থা যার ফলে হৃৎপিণ্ডের ধড়ফড় অনিয়মিত হয়ে যায়। স্বাভাবিকভাবে হৃৎপিণ্ড একটি নির্দিষ্ট গতিতে ধড়ফড় করে,...........
বিস্তারিত

ডার্ক চকলেট কি স্বাস্থ্যকর

পুষ্টিবিদ মুনিয়া মৌরিন মুমু
চকলেট নিয়ে একটি প্রচলিত ধারণা হচ্ছে, চকলেট স্বাস্থ্য-হানি ঘটায়। কথাটি সঠিক নয় কারণ যেকোন খাবার ভুল পদ্ধতিতে খেলে স্বাস্থ্য-হানি ঘটবে। চকলেটের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। কিছু সতর্কতা মেনে একজন সুস্থ এবং স্বাস্থ্য সচেতন মানুষ অবশ্যই চকলেট খেতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক ডার্ক চকলেটের কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে....
বিস্তারিত

দুই মাস বয়সে কীভাবে বুঝবেন আপনার বেবির বৃদ্ধি ঠিকভাবে হচ্ছে?

ডাঃ সরওয়াত আফরিনা আক্তার (রুমা),Consultant Sonologist
২ মাস বয়সে শিশুর শারীরিক ও মানুষিক বিকাশের কিছু মাইলফলক:......
বিস্তারিত

দুই মাস বয়সে কীভাবে বুঝবেন আপনার বেবির বৃদ্ধি ঠিকভাবে হচ্ছে?

ডাঃ সরওয়াত আফরিনা আক্তার (রুমা),Consultant Sonologist
২ মাস বয়সে শিশুর শারীরিক ও মানুষিক বিকাশের কিছু মাইলফলক:...............
বিস্তারিত

হঠাৎ অনেক ওজন কমে গেলে কী করবেন?

পুষ্টিবিদ সিরাজাম মুনিরা,কনসালটেন্ট ডায়েটিশিয়ান
হুট করে যদি দেখেন বিগত ২-৩ মাসে আপনার সিভিয়ার ওয়েট লস হচ্ছে, মানে ৮-১০ কেজি ওজন কমে যাচ্ছে এবং এর সাথে খাবারে অরুচি, স্বাদ না পাওয়া, ম্যালনিউট্রিশনে ভুগার সকল লক্ষন: অতিরিক্ত চুল পড়া, নখ ভেংগে যাওয়া, স্কিন খসখসে হয়ে যাওয়া ইত্যাদি যদি থাকে তাহলে একটু নড়ে চড়ে বসুন।...........
বিস্তারিত

দাঁতের যত্নে কিছু সহজ পরামর্শ

ডাঃ এস এম ছাদিক,বিডিএস (ডি.ইউ)
অনেকেই টুথব্রাশ নিয়ে একটু বেশিই সচেতন থাকেন। বারবার ধুতে থাকেন এমনকি জীবাণুমুক্ত করার জন্য ওভেনের ভিতরেও রাখেন। ............
বিস্তারিত

সন্তানের প্রতি আচরণ কেমন হওয়া উচিত

নিউট্রিশনিস্ট সুমাইয়া সিরাজী,Bsc (Hon's) Msc (food & Nutrition)
আপনার আচরনের বহি:প্রকাশ ই আপনার সন্তানের ভবিষ্যৎ আচরন কেমন হবে সেটা জানিয়ে দিবে! ছোট বাচ্চারা ওটা এটা ফেলে, খেলে, নষ্ট করে!..........
বিস্তারিত

রক্ত স্বল্পতা ও এর ভয়াবহতা

রয়াল বাংলা ডেস্ক
বাংলাদেশে ৬ মাসের শিশু থেকে ১৯ বছরের তরুনের মধ্যে রক্তস্বল্পতার হার ৪৭%। মানে মোট সংখ্যার প্রায় অর্ধেক।...........
বিস্তারিত

হার্ট বাইপাস সার্জারি মানে কি? What is the meaning of Heart Bypass Surgery?

ডা: অনির্বাণ মোদক পূজন,হৃদরোগ, বাতজ্বর ও উচ্চ রক্তচাপ রোগ বিশেষজ্ঞ
হার্ট বাইপাস সার্জারি করা হয় যখন হৃৎপিণ্ডের পেশীতে রক্ত সরবরাহকারী ধমনীগুলি ক্ষতিগ্রস্ত হয়। আপনার হার্টের প্রধান কাজ হল আপনার সারা শরীরে রক্ত পাম্প করা।.......
বিস্তারিত

অ্যামালগাম (Amalgam) ফিলিং

ডাঃ তারিকুল সরকার (তারেক)
অ্যামালগাম (Amalgam) ফিলিং যা আমাদের অনেকের কাছে পরিচিত কালো ফিলিং নামে। অনেকেই এই ফিলিং দিয়ে থাকেন রোগীর মুখে কারণ এটা দামে সস্তা, স্থায়িত্ব বেশি। ................
বিস্তারিত

ডায়েরিয়া,বমি পেট খারাপ হলে করনীয়

ডাঃ মো: মাজহারুল হক তানিম ,মেডিসিন, ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ।
অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত খাবার খাওয়ার জন্য আমরা অনেক ডায়েরিয়া,জ্বর বমির রোগী পাই। এটাকে আমরা বলি Acute Gastroenteritis...............
বিস্তারিত

প্রসঙ্গ গরুর মাংস

পুষ্টিবিদ সিরাজাম মুনিরা,কনসালটেন্ট ডায়েটিশিয়ান
গরুর মাংস কেন খাবেন? স্বাস্থ্য উপকারিতা কি? কিভাবে খেলে সব থেকে বেশি পুষ্টি পাওয়া যাবে? গরুর মাংস সব দিক থেকেই কি খারাপ কোলেস্টেরল বাড়ালে সেটা খাওয়া যাবেনা এমনকি?..........
বিস্তারিত

হাত- পা জ্বালাপোড়া


ডা. মুহম্মদ মুহিদুল ইসলাম,সায়েন্টিফিক অফিসার

কি কি খেলে রক্ত বাড়ে?


ডাঃ গুলজার হোসেন,বিশেষজ্ঞ হেমাটোলজিস্ট

বিভিন্ন কারণে হার্টের সমস্যা হলে কী করণীয়?


ডা: অনির্বাণ মোদক পূজন,হৃদরোগ, বাতজ্বর ও উচ্চ রক্তচাপ রোগ বিশেষজ্ঞ

'মাছ নাকি মাংস, কোনটা বেশি খাবো এবং কেন'


পুষ্টিবিদ মোঃ ইকবাল হোসেন,পুষ্টি কর্মকর্তা

ডায়াবেটিস: প্রতিকার ও প্রতিরোধ


পুষ্টিবিদ মোঃ ইকবাল হোসেন।বিএসসি (সম্মান), এমএসসি (প্রথম শ্রেণী) (ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি)

ফিজিকাল এক্সারসাইজ বা শরীরচর্চা কেন জরুরি?


পুষ্টিবিদ মুনিয়া মৌরিন মুমু

লিভারের সুস্থতায় কি করবেন ? কি খাবেন?


নুসরাত জাহান, ডায়েট কনসালটেন্ট

জরায়ুর মুখে ক্যান্সার


ডাঃ হাসনা হোসেন আখী,এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য),এমএস (অবস এন্ড গাইনী)

মোবাইল ফোনের রেডিয়েশন আপনার কিভাবে ক্ষতি করছে? জেনে নিন।


রয়াল বাংলা ডেস্ক

মুখের কালো দাগ দূর করার উপায়


রয়াল বাংলা ডেস্ক

বুকে ধড়ফড় করে?? কি করবেন??


ডা: অনির্বাণ মোদক পূজন,হৃদরোগ, বাতজ্বর ও উচ্চ রক্তচাপ রোগ বিশেষজ্ঞ

তরমুজ


Nutritionist Iqbal Hossain

দাঁতের যত্নে করণীয়


ডা: এস.এম.ছাদিক,ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী

এক থালা বাঙালিয়ানা। আহা অমৃত


পুষ্টিবিদ মুনিয়া মৌরিন মুমু

ক্ষুধা সহ্য হচ্ছে না? হয়তো পেটে লুকিয়ে আলসার!


ডা. মুহম্মদ মুহিদুল ইসলাম,সায়েন্টিফিক অফিসার

মানসিক স্বাস্থ্যের যত্ন


নিউট্রিশনিস্ট সুমাইয়া সিরাজী,Bsc (Hon's) Msc (food & Nutrition)

ফুড সাপ্লিমেন্ট কি ? কেন নেবেন?


পুষ্টিবিদ জয়তী মুখার্জী

পাইলস কি, কেন এবং কিভাবে হয়?


Colorectal Care Dr. Md Ashek Mahmud Ferdaus

কোষ্ঠকাঠিন্য কি, এর জটিলতা ও সমাধান


Colorectal Care Dr. Md Ashek Mahmud Ferdaus

মোবাইল ফোনের রেডিয়েশন আপনার কিভাবে ক্ষতি করছে? জেনে নিন।


রয়াল বাংলা ডেস্ক

মুখের কালো দাগ দূর করার উপায়


রয়াল বাংলা ডেস্ক

বুকে ধড়ফড় করে?? কি করবেন??


ডা: অনির্বাণ মোদক পূজন,হৃদরোগ, বাতজ্বর ও উচ্চ রক্তচাপ রোগ বিশেষজ্ঞ

তরমুজ


Nutritionist Iqbal Hossain

দাঁতের যত্নে করণীয়


ডা: এস.এম.ছাদিক,ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী